Wise Corporation

ব্যাবহারের নিয়ম ও শর্তাবলী

WISE Corporation ওয়েবসাইট ব্যাবহারের শর্তাবলী

সর্বশেষ আপডেট: ২০ মার্চ, ২০২৪


এই শর্তাবলীগুলো WISE কর্পোরেশনের ওয়েবসাইটগুলিতে আপনার অ্যাক্সেস এবং ব্যবহার নিয়ন্ত্রণ করে। সাইটটি অ্যাক্সেস বা ব্যবহার করে, আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন এবং WISE কর্পোরেশনের সাথে একটি আইনত বাধ্যতামূলক চুক্তিতে প্রবেশ করছেন। শর্তাবলীগুলো সাবধানে পড়া এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ। শর্তগুলোর সাথে দ্বিমত পোষণ করলে দয়া করে ওয়েবসাইটটি ব্যবহার করবেননা ।

ক্রয় এবং ব্যবহারের শর্তাবলী

Wise Corporation -এর প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল সহ অন্যান্য ডকুমেন্ট এবং সার্ভিস/প্রোডাক্ট কোনো ভাবেই অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না শুধুমাত্র একটি প্রজেক্ট এর প্রাইমারি আউটলুক বিবেচনা করার জন্যেই এই প্রজেক্ট প্রোফাইল গুলো ব্যবহার করতে হবে।

আমাদের প্রজেক্ট প্রোফাইল এর ক্রেতা যদি কপি, নকল, বিভ্রান্তিমূলক প্রচার, আনঅথোরইজড পন্থায় মূলধন সংগ্রহ করা থেকে শুরু করে অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এই প্রজেক্ট প্রোফাইল ব্যবহার করেন, তাহলে সেই দায়ভার ক্রেতা সাধারণের উপর বর্তাবে। কোনো অবস্থাতেই Wise Corporation এবং এর অঙ্গসংগঠন কোনো প্রকারেই দায়ী থাকবে না।

প্রজেক্ট প্রোফাইল ডেলিভারি সময় শুরু হবে আপনার সমস্ত তথ্য সঠিকভাবে এবং আমাদের ফরমেট অনুযায়ী আমাদের কাছে পৌঁছনোর পর থেকে। উল্লেখিত ডেলিভারি সময় বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে, যুক্তিসঙ্গত কারণে এই পরিবর্তন মেনে নিতে ক্রেতাসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।

আমাদের রেডিমেড প্রজেক্ট প্রোফাইলের মূল্য ভ্যাট এবং ট্যাক্স ছাড়া উল্লেখ করা হয়েছে।

আমাদের রেডি-মেড প্রজেক্ট প্রোফাইল সমূহ আপনার প্রজেক্ট এর পুঙ্খানুপুঙ্খ হিসাব, প্রতিচ্ছবি এবং সঠিক দিশারী হবে না। আপনি আপনার প্রজেক্ট এর একটা বেসিক রূপরেখা পাবেন এই প্রজেক্ট প্রোফাইল গুলো থেকে। তাই, যে কোনো সিদ্ধান্ত আপনাকে নিজে থেকেই নিতে হবে এবং প্রজেক্ট এর লাভ-ক্ষতি থেকে শুরু করে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে শুধুমাত্র এই প্রজেক্ট প্রোফাইল গুলো থেকে নেয়া থেকে বিরত থাকার জন্য সাবধান করা হলো। সকল দায়-দায়িত্ব ক্রেতা সাধারণকে বহন করতে হবে।

আমাদের ওয়েবসাইট থেকে ক্রয়কৃত রেডি-মেড প্রজেক্ট প্রোফাইল ও অন্যান্য ডকুমেন্টস স্বাভাবিক ভাবেই আপনার সকল প্রয়োজন হয়তো মিটাবে না কারণ একটি প্রজেক্ট আরেকটি প্রজেক্ট থেকে অনেক বিষয়ে আলাদা হয়ে থাকে এবং সেই জন্যেই আমরা কাস্টোমাইজড প্রজেক্ট প্রোফাইল তৈরী করে থাকি। তবে আমাদের রেডি-মেড প্রজেক্ট প্রোফাইল গুলো প্রাথমিক ভাবে আপনার বেশির ভাগ উদ্দেশ্য সফলভাবে হাসিল করবে বলে আমাদের বিশ্বাস। আপনার যদি পরিপূর্ণ ভাবে আপনার মতো করে ক্যালকুলেশন, জাস্টিফিক্যাশন, মার্কেট ডাটা ইত্যাদির প্রয়োজনীন হয়, তাহলে আমরা অবশ্যই আপনাকে সাজেস্ট করবো আমাদের থেকে কাস্টোমাইজড প্রজেক্ট প্রোফাইল করিয়ে নিতে। আর যদি, আপনার একটি প্রাথমিক প্রজেক্ট প্রোফাইল প্রয়োজন হয়, তাহলে এই রেডি-মেড প্রজেক্ট প্রোফাইল হতে পারে আপনার জন্যে সর্বোত্তম সমাধান।

কন্টেন্টের মালিকানা

সাইটে সমস্ত উপাদান, যেমন: টেক্সট, ডেটা, গ্রাফিক্স, লোগো, বাটন আইকন, ছবি, অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, লিঙ্ক, ডিজিটাল ডাউনলোড, ডেটা সংকলন, এবং সফ্টওয়্যার, এগুলো সব WISE Corporation এর মালিকানাধীন, নিয়ন্ত্রিত, বা লাইসেন্সপ্রাপ্ত এবং কপিরাইট, ট্রেডমার্ক দ্বারা সুরক্ষিত। সাইটে উপাদান কেবল আপনার ব্যক্তিগত, অ-ব্যবসায়িক ব্যবহারের জন্য উপলব্ধ করা হয়েছে এবং এটি WISE Corporation এর প্রতিটি ক্ষেত্রে পূর্ববর্তী লিখিত অনুমতি ছাড়া কপি, পুনরায় প্রযোজনা, পুনঃপ্রকাশ, পরিবর্তন, আপলোড, পোস্ট, স্থানান্তর বা বিতরণ করা যাবে না, ইমেল বা অন্যান্য ইলেকট্রনিক মাধ্যম দ্বারা অন্তর্ভুক্ত। আপনি কেবল ব্যক্তিগত, অ-ব্যবসায়িক ব্যবহারের জন্য সাইট থেকে ডাউনলোড করার উদ্দেশ্যে তৈরি উপাদান ডাউনলোড করতে পারেন।

তথ্যের নিরাপত্তা

আমাদের ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয় উপায়ে বা ম্যানুয়ালি ডেটা স্ক্র্যাপিং, ডেটা মাইনিং, ওয়েব ক্রলিং, অথবা অন্য কোনো অনুরূপ ক্রিয়াকলাপের মাধ্যমে ডেটা সংগ্রহ করা নিষিদ্ধ। WISE Corporation এর পূর্বানুমতি ছাড়া আমাদের ওয়েবসাইটের কোন ফাইল, কনটেন্ট বা তথ্য সংগ্রহের জন্য কোনো টুল, রোবট, বট বা অন্যান্য স্বয়ংক্রিয় ডিভাইস ব্যবহার করা যাবে না। এই শর্ত ভঙ্গ করলে আমরা আপনার অ্যাক্সেস বাতিল করতে এবং আইনি ব্যবস্থা নিতে পারি। ডেটা স্ক্র্যাপিং এর মাধ্যমে অর্জিত কোন ডেটা বা উপাদান WISE Corporation এর সম্পত্তি বলে গণ্য হবে এবং আপনি তার কোনো অধিকার দাবি করতে পারবেন না।

নিয়ম ও শর্তাবলীর পরিবর্তন

এই ওয়েবসাইটের শর্তাবলীগুলো পরিবর্তন করার অধিকার শুধু আমাদের রয়েছে। আমরা মাঝেমধ্যে শর্তাবলী পরিবর্তন করতে পারি। সংশোধিত শর্তাবলী আপনার জন্য বাধ্যতামূলক হবে৷

যোগাযোগ

যেকোনো সমস্যার জন্য ফোন করুন বা এসএমএস পাঠান এই নম্বরে: 01897621262, 01897621276 (সকাল ১০টা – রাত ১০টা ) অথবা ইমেইল পাঠান এই ঠিকানায়: wisecorporationbd@gmail.com